স্বাধীন বাংলায় স্বাধীন চাই সবার অধিকার সমান চাই
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু ও ভাই আমার কথাটি একটু পড়ে যাবেন। আসুন সবাই মিলে আমরা কোটার বিরুদ্ধে স্লোগান তুলি স্বাধীন বাংলায় স্বাধীন চাই, স বার অধিকার সমান চাই আজ আমার বাবা - দাদা -নানা কেউ মুক্তিযোদ্ধা ছিলেন না। কিন্তু উনাদের বাবা মা এরা কই এরা কিভাবে গেল কই গেল। কেউ জানেন না মুক্তিযোদ্ধাদের ঠিকমতো হিসাব করা হয় নাই। আজ আমরা যারা মুক্তিযোদ্ধা দেখি তারা হয়তো হিসাব করলে দেখা যাবে যে এরা মুক্তিযোদ্ধারের সময় কোন কিছু বুঝতো না রাইফেল কি তাও জানতো না। আজ তাদের সন্তান তাদের নাতি-নাতনি সবাই কৌটা পেয়ে সব চাকরি পায় আর মেধাবীরা রাস্তায় রাস্তায় ঘুরে গরিবের ঘরে জন্ম নিয়ে বাংলাদেশী নাগরিক হয়ে সে কষ্ট করে লেখাপড়া শিখে আজ বেকার ঘুরতে হয় মা বাবার বুঝা হতে হয়। যারা মুক্তিযোদ্ধা করেছিল তারা কখনো চায়নি আমার হবে আমার হবে যদি এই কথা চাইতো। তাহলে সেই সময় মুক্তিযোদ্ধা করত না। বলতো আমি মারা যাব। তাই বাংলাদেশকে সুন্দর করতে কোটা বাতিল করা হোক, না হয় ছাত্রসমাজকে তাদের মত করে অধিকার আদায় করার জন্য প্রস্তুতি নেয়া হবে। আমরা...